November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইস্তফার আগেই রাজাপক্ষে সস্ত্রীক মলদ্বীপে পালালেন 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও এই প্রবল গণবিক্ষোভের মুখে ইস্তফা দিয়েছেন। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। দেশজোড়া বিক্ষোভের মাঝে অবশেষে শ্রীলঙ্কা ছাড়লেন রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষে । সূত্রের খবর সস্ত্রীক মলদ্বীপে পৌঁছেছেন গোটাবায়ে রাজাপক্ষে। জলপথে নয়, আকাশপথেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট। মলদ্বীপ সরকার আবার  গোটাবায়ে রাজাপক্ষেকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, গোটাবায়ে রাজাপক্ষে বুধবারই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। এখনও তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেননি। ইস্তফা দেওয়ার আগেই দেশ ছেড়েছেন।

পর্যবেক্ষকদের মতে, যদি রাজাপক্ষে ইস্তফা দেওয়ার আগে দেশ না ছাড়তেন, তাহলে রাষ্ট্রপতি পদত্যাগের পরেই তাঁকে গ্রেফতার করা হত। সেই কারণেই দেশ ছাড়ার জন্য এত তোড়জোড় করছিলেন তিনি।

কিছুদিন আগে শ্রীলঙ্কায় সাম্প্রতিক অতীতের সবচেয়ে চমকপ্রদ গণবিক্ষোভের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়ে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের শত শত জনগণ। তারপর রাজাপক্ষের ফাঁকা বাড়িতে ঢুকে আন্দোলনকারীরা সুইমিং পুলে সাঁতার কেটেছেন, বেডরুমে লাফালাফি করেছেন। রাজাপক্ষের বাড়ির সিন্দুক থেকে লক্ষ লক্ষ টাকাও পাওয়া গেছে বলে দাবি আন্দোলনকারী জনতার।

Related Posts

Leave a Reply