ইস্তফার আগেই রাজাপক্ষে সস্ত্রীক মলদ্বীপে পালালেন
উল্লেখ্য, গোটাবায়ে রাজাপক্ষে বুধবারই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। এখনও তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেননি। ইস্তফা দেওয়ার আগেই দেশ ছেড়েছেন।
পর্যবেক্ষকদের মতে, যদি রাজাপক্ষে ইস্তফা দেওয়ার আগে দেশ না ছাড়তেন, তাহলে রাষ্ট্রপতি পদত্যাগের পরেই তাঁকে গ্রেফতার করা হত। সেই কারণেই দেশ ছাড়ার জন্য এত তোড়জোড় করছিলেন তিনি।
কিছুদিন আগে শ্রীলঙ্কায় সাম্প্রতিক অতীতের সবচেয়ে চমকপ্রদ গণবিক্ষোভের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়ে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের শত শত জনগণ। তারপর রাজাপক্ষের ফাঁকা বাড়িতে ঢুকে আন্দোলনকারীরা সুইমিং পুলে সাঁতার কেটেছেন, বেডরুমে লাফালাফি করেছেন। রাজাপক্ষের বাড়ির সিন্দুক থেকে লক্ষ লক্ষ টাকাও পাওয়া গেছে বলে দাবি আন্দোলনকারী জনতার।