পাকিস্তানকে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের ইঙ্গিত রাজনাথের!
কলকাতা টাইমসঃ
পারমাণবিক ইস্যুতে এবার ভয়ংকর রাস্তায় ভারত। আজ পাকিস্তানকে আকারে ইঙ্গিতে করা হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজনাথ সিং। পরিষ্কার জানিয়ে দিলেন, ভারতের পারমাণবিক নীতিতে প্রয়োজনে পরিবর্তন আনবে ভারত।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দেন, তারা প্রয়োজনে ১৯৯৯ সালে নেওয়া পারমাণবিক নীতিতে পরিবর্তন আনবেন। কি সেই নীতি? ভারত ৯৯ সালে এই ইস্যুতে বিশ্বকে আস্বস্ত করেছিলো তারা কখনোই প্রথমে বিশ্বের কোনো দেশে পরমাণু আঘাত হানবে না। ঠিক এই নীতিতেই পরিবর্বর্তন এনে এবার প্রয়োজনে ভারত মনে করলে আগেই মনে পরমাণু হামলা চালাবে ভারত।