রাশিয়ায় রাজনাথের রাজনীতি: বিপাকে পাকিস্তান
কলকাতা টাইমসঃ
পাকিস্তানকে কোনোভাবেই অস্ত্র সরবরাহ করবে না রাশিয়া। এই সিদ্ধান্তকে কূটনৈতিক স্তরে ভারতের বড় জয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মস্কোয় এসসিও’র বার্ষিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে রাশিয়ায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সার্গেই শইগুর সঙ্গে বৈঠকের পরই মস্কো এই সিদ্ধান্তের কথা জানায়।
সূত্রের খবর, পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করার আগের নীতিই মেনে চলবে রাশিয়া। জানা যাচ্ছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। একই ভাবে সক্রিয় ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রসঙ্গত, এসসিও’র সদস্য হওয়ায় এই বৈঠকে উপস্থিত থাকছে চীন এবং পাকিস্তানের প্রতিনিধিরাও। আজ চীনের প্রতিরক্ষামন্ত্রী ইউ ফেংগের সঙ্গে একটি বৈঠকেও বসার সম্ভবনা রয়েছে রাজনাথের।