মারণ রোগে ভুগছেন রাখি, জানালেন প্রাক্তন স্বামী
কলকাতা টাইমস :
গত মঙ্গলবার হৃদপিণ্ডে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাখি। জানা গিয়েছিল, হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় অভিনেত্রী। তার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখির যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাখি। রাখি সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় শুয়ে আছেন। একটি আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো। আর এবার নতুন খবর রাখির জড়ায়ুতে টিউমার ধরা পড়েছে। শুধু তাই নয়, চিকিৎসকরা মনে করছেন, রাখি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে এখনও কয়েকটি পরীক্ষা করা বাকি। তারপরেই চিকিৎসকরা ক্যানসারের বিষয়ে নিশ্চিত হবেন।
সম্প্রতি এই দুশ্চিন্তার কথাই সংবাদমাধ্যমে জানালেন রাখির প্রাক্তন স্বামী রীতেশ। রীতেশ জানিয়েছেন, ”বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। অনেকেই মনে করেছিলেন রাখি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকদের কথায়, রাখির জড়ায়ুতে টিউমার হয়েছে। এমনকী, চিকিৎসকরা ক্যানসারের সম্ভাবনার কথাও বলেছেন। দয়া করে রাখির জন্য প্রার্থনা করুন।” এই রীতেশের সঙ্গেই বহুদিন সম্পর্কে ছিলেন রাখি। শোনা গিয়েছিল, রীতেশকে বিয়েও করেছিলেন। এমনকী, এই রীতেশকে নিয়ে বিগ বসে এসেছিলেন রাখি।
অন্যদিকে, গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়।