January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

নিজের শরীরের সবথেকে সুন্দর অঙ্গযুগল দান করতে চাইলেন রাখি সায়ন্ত !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

লিউডের গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে রাজনীতির মাঠ সবজায়গায়ই সরব উপস্থিতি তার।তিনি মুখ খুললেই বিতর্ক। পোশাক নিয়ে তো কথাই নেই। তাই খোলামেলা রাখিকে নিয়ে বলিউড গসিপ অলটাইম চাঙ্গা। কিন্তু রাখি  সায়ন্ত কখনোই এগুলো পরোয়া করেন না। তাই একের পর এক সেলিব্রিটিরা যখন মরণোত্তর নিজেদের অঙ্গদান করতে ব্যস্ত, তখন রাখি সাওয়ান্ত নিজের স্টাইলেই দান করলেন তাঁর শরীরের অঙ্গ।

সদ্য নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে রাখিকে বলতে শোনা যায়, ” সমাজসেবার জন্য। মানুষের ভালোর জন্য। অনেকেই নিজের শরীরের বিভিন্ন অঙ্গদান করে থাকেন। যাঁদের মধ্যে কেউ কেউ চক্ষু দান করেন। কেউ বা কিডনি। আবার কেউ শ্বাসযন্ত্র দান করে থাকেন। মানুষকে ভালবাসার এই পথে আমি হাঁটতে চাই। কিন্তু আমরা শরীরে দান করার মতো কিছু নেই! তবে শরীরের সবথেকে সুন্দর অঙ্গ যুগল দান করতে চাই  আমি। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, কে নেবে আমার এই অঙ্গ। তাই দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।”

এই ভিডিও পোস্টের পরেই, ফের লাইম লাইটে চলে আসেন রাখি। একের পর এক বইছে কমেন্টের বন্যা। অনেকে মনে করছেন, যাঁরা অঙ্গদান করেছেন রাখি তাঁদের অপমাণ করছে। কেউ বলছেন, কাজ নেই তো খই ভাজ অবস্থা রাখির। তবে কেউ কেউ বিষয়টা হাসির ছলে নিয়েছেন।

Related Posts

Leave a Reply