জামিন পেলেও শাস্তি বহাল থাকছে রাম রহিমের!
কলকাতা টাইমসঃ
স্বঘোষিত ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিংকে জামিন দিয়েছে পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত। অনুগামীদের যৌনাঙ্গ কেটে ফেলার মামলায় তাকে এই জামিন দেওয়া হয়েছে।
তবে জামিন পেলেও হাজতেই থাকতে হবে ‘ধর্ষক বাবা’ রাম রহিমকে। দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের অন্য একটি মামলায় তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। সেই মামলায় তিনি বর্তমানে জেলও খাটছেন। তাই এই মামলায় জামিন পাওয়ার সঙ্গে তাঁর শাস্তি কমার কোনও সম্পর্ক নেই।
২০১২ সালে রামরহিমের এক ভক্ত প্রথম যৌনাঙ্গ কেটে ফেলার এই অভিযোগ করেন। এরপর ২০১৫ সালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে গুরমিত রাম রহিমের বিরুদ্ধে এই বিষয়ে তদন্ত শুরু করে সিবিআই। রাম রহিমের সঙ্গে তার আশ্রমের দুই চিকিৎসক পঙ্কজ গর্গ এবং এম পি সিংহের বিরুদ্ধেও পুরুষ ভক্তদের বন্ধ্যা করে দেওয়ার অভিযোগ এনেছিল সিবিআই। সেই মামলাতেই শেষ পর্যন্ত জামিন পেলেন গুরমিত রাম রহিম সিংহ।