করোনার ওষুধ বানিয়ে বিপাকে রামদেব: এফআইআর দায়ের
কলকাতা টাইমসঃ
করোনার ওষুধ আবিষ্কারের নামে মিথ্যে প্রচারের অভিযোগে বাবা রামদেব শোঃ পাঁচ জনের নামে এফআইআর দায়ের করা হলো। গতকাল অর্থাৎ শুক্রবার রাজস্থানের জয়পুরের জ্যোতি নগর থানায় বাবা রামদেব, পতঞ্জলি আয়ুর্বেদের এমডি আচার্য বালকৃষ্ণ, চিকিৎসক অনুরাগ ভার্সনে, নিমস’এর চেয়ারম্যান বলবীর সিং টোমার এবং এর ডিরেক্টর অনুরাগ টোমার-এর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারী জয়পুরেরই বাসিন্দা বলরাম জাখর নামে এক ব্যক্তি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ইতিমধ্যেই ‘করোনিল’ এর বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত মঙ্গলবার পতঞ্জলির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে রামদেব দাবি করেন, তাদের পতঞ্জলি রিসার্চ ইন্সিটিউট এবং জয়পুরের ন্যাশনাল ইন্সিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর যৌথ উদ্যোগে বিশ্বের প্রথম করোনা ভাইরাসের মেডিসিন আবিষ্কার করেন তারা।