সূর্যগ্রহণের কারণে পিছিয়ে গেলো রঞ্জি ট্রফির খেলা!
কলকাতা টাইমসঃ
সূর্যগ্রহণের কারণে নির্ধারিত সময়ের থেকে দু’ঘন্টা পিছিয়ে দেওয়া হলো সমস্ত ম্যাচ।ক্রিকেটের ইতিহাসে এমনই বিরল ঘটনা দেখলো ভারতীয় ক্রিকেট। জানা গেছে, দেশের মোট ১৭টি জায়গায় রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের খেলা চলছে। সকাল সাড়ে ন’টার জায়গায় ম্যাচ শুরু হয় বেলা সাড়ে এগারোটায়। প্রসঙ্গত, ঠিক ওই সময়েই ছেড়ে যায় সূর্যগ্রহণ।
এমন বিচিত্র কারণে ম্যাচ পিছিয়ে দেওয়ার ফলেষুরু হয়েছে বিতর্ক। ভারতীয় ক্রিকেটের করতে ব্যক্তিদের একাংশের মতে গ্রহণের সময় আলোর দৃশ্যমানতা কম থাকবে ধরে নিয়েই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যাংশের বক্তব্য, সূর্যগ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে মাঠকর্মী, খেলোয়াড় ও আম্পায়ারদের নিরাপদে রাখতেই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই।