February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

‘ভিক্ষার হাত’ ছুঁতেই ক্ষেপে লাল সেলিব্রেটি রানু মন্ডল  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের বদৌলতে আজ রাতারাতি সেলিব্রেটি স্টেশনে গান করে ভিক্ষা করে বেড়ানো রানু মণ্ডল। বলিউড, রিয়েলিটি শো থেকে পুজোর থিম সং, সর্বত্র অবাধ বিচরণ তার। স্বাভাবিকভাবেই রানু মণ্ডলের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু তিনিই যে এতো তাড়াতাড়ি এমন পাল্টাবেন তা হয়তো ভাবতে পারেননি বেচারি সেই অনুরাগী মহিলাও। যে হাত বাড়িয়ে ভিক্ষা গ্রহণ করতেন আজ সেই হাত ছোয়াতেই এক মহিলাকে অপদস্থ করলেন তিনি। 

এমনই এক অনুরাগী কথা বলতে চেয়েছিলেন রানু মণ্ডলের সঙ্গে। আর তাতেই বাধল বিপত্তি। হাতে আলতো টোকা দিয়ে ডাকায় বেজায় চটে গেলেন রানু মণ্ডল। গোটা ঘটনাই ধরা পড়েছে ভিডিওতে। আর রানুর বাকি সব ভিডিওয়ের মতো এটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, কোনও এক অনুষ্ঠানে গিয়েছেন ওভারনাইট সেলিব্রেটি রানু মণ্ডল। তাকে ঘিরে ভিড়ও ভালই। সেই সময়েই পেছন থেকে এসে তার হাতে আলতো করে টোকা দিয়ে ডাকেন এক মহিলা। হাতে স্মার্টফোন। খুব সম্ভবত রানুর সঙ্গে সেলফি তুলবেন বলে এসেছিলেন ওই উত্সাহী মহিলা।

তবে, তার উৎসাহে জল ঢেলে দিলেন রানু। ঘুরে দাঁড়িয়ে তেলে-বেগুনে জ্বলে উঠলেন তিনি। হাত দিয়ে ওই মহিলার গায়ে টোকা মেরে প্রশ্ন করলেন, “হোয়াট ডু ইউ মিন?” পাশ থেকে রানুর এক সঙ্গী সায় দিলেন, “এরকম করাটা একেবারেই অনুচিত।” রানু প্রশ্ন করলেন, “এগুলো কি? মানেটা কী?”

স্বাভাবিকভাবেই বেশ অপ্রস্তুত হয়ে পড়েন ওই মহিলা। কোনও মতে হেসে পরিস্থিতি সামাল দেন তিনি। তবে, রানুর এমন আচরণের ভিডিও দেখে বেজায় চটেছেন নেটিজেনরা।

ফেসবুকে একাধিক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে প্রায় সকলেই নিন্দা করছে সোশ্যাল মিডিয়া সেনসেশানের। যে সোশ্যাল মিডিয়ার দৌলতে রানুর উত্থান, সেই সোশ্যাল মিডিয়াতেই বয়ে গিয়েছে নিন্দার বন্যা।

Related Posts

Leave a Reply