‘ধর্ষণের ঘটনা বড্ডো বেশি প্রচার পাচ্ছে’! এবার বেফাঁস মন্তব্য হেমা মালিনীর

নিউজ ডেস্কঃ
নাবালিকা এবং মহিলাদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে ভারতে। কাঠুয়া এবং উন্নাও গণধর্ষণ কাণ্ডে উত্তাল গোটা ভারত। বিক্ষোভ, প্রতিবাদ চলছে সর্বত্র। এসবের মধ্যেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ হেমা মালিনী।
শনিবার হেমা মালিনী বলেন, ‘এইধরণের ঘটনাগুলো এখন বড্ড বেশি প্রচার পাচ্ছে। এই ধরণের ঘটনা অতীতেও ঘটেছে। যা হয়ত আমরা জানি না। তবে এরকম ঘটনার ওপর নিশ্চয়ই গুরুত্ব দেওয়া উচিত। এই ঘটনা মোটেই কাম্য নয়। এর ফলে ভারতের নাম খারাপ হচ্ছে।’ বলিউড অভিনেত্রীর এই মন্তব্যের পর গোটা ভারতে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন হেমা মালিনী।