চলতি মাসে শরণার্থী শিবিরে ২৫ হাজার শিশুর জন্ম দেবে ধর্ষিতা রোহিঙ্গা মহিলারা!
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বর্তমানে কয়েক হাজার মহিলা গর্ভবতী রয়েছেন। তাদের একটি বড়ো অংশ মায়ানমারের সেনা জওয়ানদের দ্বারা ধর্ষিত হয়েছিলেন। চলতি মে-জুন মাসে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে প্রায় ২৫ হাজার শিশু জন্ম নেবে বলে খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের আগস্ট মাসে মায়ানমারে সেনা-নিপীড়নের কারণে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন প্রদেশ থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। পালিয়ে আসা ওই রোহিঙ্গারা বর্তমানে বাংলাদেশের আশ্রয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন। ভারতের বেশকিছু জায়গায় অল্প বিস্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা।