আবারও রাসেল ঝড় ইডেনে !
কলকাতা টাইমসঃ
আবারও রাসেল ঝড় ইডেনে। কার্যত রাসেল এবং নীতিশ রানার ব্যাটিং তান্ডবে উড়ে গেলো কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন তাদের ২৮ রানে হারিয়ে দিলো কলকাতা নাইট রাইডার্স।টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২১৯ রানের বিশাল টার্গেট দেয় কলকাতা। জবাবে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে সক্ষম হয় গেইলদের পাঞ্জাব।
পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ডেভিড মিলার (অপরাজিত)। ৪০ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কার মারে এই ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান (৫৮) করেন মায়াঙ্ক আগারওয়াল। ৩৪ বলের এই ইনিংসে ৬টি ছক্কা ও ১টি ছক্কা হাঁকান তিনি। নাইটদের হয়ে তৃতীয় উইকেটে নীতিশ রানা আর রবিন উথাপ্পা ১১০ রানের জুটি গড়েন। ৩৪ বলে ২টি চার আর ৭টি ছক্কার মারে ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন রানা।
ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল পাঞ্জাবের বিরুদ্ধেও ঝড়ো ইনিংস খেললেন। স্কোর ১৭ বলে ৪৮ রান (৩ চার, ৫ ছয়)। ৫০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ইনিংসের শেষ পর্যন্ত উথাপ্পা অপরাজিত থাকেন ৬৭ রানে।