January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

রশিদ খানের হাত ধরে ক্রিকেটে প্রবেশ করলো ‘ক্যামেল ব্যাট’ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তুন আকৃতির একটি ব্যাট দিয়ে খেলে ক্রিকেট মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। তার হাত ধরেই এবার ক্রিকেট দুনিয়ায় পদার্পন করলো ‘ক্যামেল’ ব্যাট। অনেককেই অবাক করেছে এই নতুন আকৃতির ব্যাট। আইপিএলে তার দল হায়দ্রাবাদ ইতিমধ্যেই তাকে এই ব্যাট দিয়েই খেলতে অনুরোধ করে রেখেছে।

অনেকটা উঠের পিঠের মতোন দেখতে হওয়ার কারণেই এই ব্যাটের নামকরণ হয়েছে ক্যামেল ব্যাট। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এই ব্যাট নিয়েই খেলেছেন তিনি। কার্যত সেখানেই উদ্বোধন হয় এই ব্যাটের। সেখানে একটি ম্যাচে রশিদ ব্যাট দিয়ে খেলে ১৬বলে ২৫রান সংগ্রহ করেন। আফগান তারকার বিধ্বংসী ইনিংসের সুবাদেই বিগ ব্যাশ লিগের ম্যাচটি জিতে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।

Related Posts

Leave a Reply