দ্রুততম ৫০ উইকেটের নজির গড়লেন আফগান ত্রাস রশিদ খান !
নিউজ ডেস্কঃ
দুর্দান্ত পারফরমেন্সে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন আফগান তারকা রশিদ খান। তার ঘূর্ণিতে ধরাশায়ী প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। এবার তার ঝুলিতে যোগ হলো নতুন এক রেকর্ড। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই লেগ স্পিনার। বাংলাদেশের বিরুদ্ধে ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন রশিদ খান। ১৯ বছর বয়সি এই আফগান তারকা এদিনই টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়ছেন রশিদ খান।
রশিদ খানের আগে সময়ের বিবেচনায় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন সাঈদ আজমল (২ বছর ২৯৬ দিন)। ম্যাচ বিচেনায় ৩১ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছেন রশিদ খান। যা বিশ্বে দ্বিতীয়। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউস মাত্র ২৬ ম্যাচে ৫০ উইকেটের মাইলফক ছুঁয়েছিলেন, কিন্তু সময়ের বিবেচনায় যা রশিদের থেকে অনেক বেশি। রশিদ খানের সঙ্গে সমান ৩১ ম্যাচে ৫০ উইকেট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।