বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক রশিদ খান
কলকাতা টাইমসঃ
বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কের শিরোপা পেলেন রশিদ খান। এর আগে ওয়ানডে ক্রিকেটেও সর্বকনিষ্ঠ অধিনায়কের তকমা রয়েছে তারই ঝুলিতে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে টস করার সাথে সাথেই রেকর্ডের পাতায় নাম উঠে গেলো তার। এদিন রশিদের বয়স ছিলো ২০ বছর ৩৫০ দিন। এর আগে এই কৃতিত্ব ছিলো টাটেন্ডা টাইবুর। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ বছর ৩৫৮ দিন বয়েসে টেস্ট অধিনায়কত্ব পান তিনি।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তিন ফরমেটেই আফগানদের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে রশিদকে। আজ থেকে ঠিক দেড় বছর আগে ওয়ানডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটিও করে রেখেছেন রশিদ। গত বছরের ৪ মার্চ মাসে বুলাওয়ায়োতে স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেতৃত্ব দিয়ে ছিলেন রশিদ, তখন তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন।