রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিবিএসসি টপারকে গণধর্ষণ!   – KolkataTimes
May 6, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিবিএসসি টপারকে গণধর্ষণ!  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গণধর্ষণের শিকার হলো রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিবিএসসি টপার এক কলেজছাত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে হরিয়ানায়। ১৯ বছরের ওই ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ করে একদল যুবক। পরে অচেতন অবস্থায় একটি বাসস্ট্যান্ডের সামনে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা যাচ্ছে, হরিয়ানার বাসিন্দা ওই ছাত্রী গত বুধবার সন্ধ্যা বেলায় টিউশন থেকে বাড়ি ফিরছিলেন। রেওয়ালি নামে একটি গ্রামের কাছে গাড়িতে করে এসে তার পথ আটকায় তিন যুবক। এরপরে ওই ছাত্রীকে টেনে কাছের একটি মাঠে নিয়ে যায় তারা। সেখানে ছাত্রীর ওপর অত্যাচার চালায় অভিযুক্ত যুবকেরা। এখানেই শেষ নয়! ওই ছাত্রীর অভিযোগ, সেই সময় মাঠে যারা কাজ করছিল, তারা সাহায্যের পরিবর্তে ওই যুবকদের সঙ্গে মিলে তাঁকে ধর্ষণ করে।

নির্যাতিতা ওই ছাত্রীর পরিবারের দাবি, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ‘জিরো এফআইআর’ দায়ের করে হরিয়ানা পুলিশ। কারণ, ধর্ষণের ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এলাকা ঠিক হয়ে গেলেই সংশ্লিষ্ট থানা তদন্তে নামবে।

Related Posts

Leave a Reply