গতি করো ৩৫ হাজার কোটি বেওয়ারিশ অর্থের, নির্দেশ আরবিআই-এর
কলকাতা টাইমস :
দেশের ব্যাংকগুলিতে ৩৫ হাজার কোটি টাকা ‘বেওয়ারিশ’ (আনক্লেমড) অবস্থায় পড়ে রয়েছে। ওই অর্থের গতি করতে এবার উদ্যোগী হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । ‘বোঝা’ কমাতে ‘১০০ দিন ১০০ পে’ অভিযান শুরু করল আরবিআই। এই বিষয়ে দেশের সমস্ত ব্যাংকগুলিকে বার্তা দেওয়া হয়েছে।
আরবিআই সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের মধ্যে দেশের প্রতিটি জেলার একটি ব্যাংকে জমা থাকা ১০০টি ‘বেওয়ারিশ’ অ্যাকাউন্ট খুঁজে বার করা হবে। এবং সেখানে গচ্ছিত টাকা গতি করা হবে। খুঁজে বার করা হবে ওই অর্থের দাবিদারকে। সন্ধানে না পেলে অন্য ব্যবস্থা।
আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, ১০ বছর বা তার বেশি সময় ধরে কোনও অ্যাকাউন্টে লেনদেন না হলে, সেই অ্যাকাউন্ট এবং সেখানে গচ্ছিত টাকাকে ‘আনক্লেমড ডিপোজিট’ বলে ধরা হয়। চলতি বছরে এমন অর্থের পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকা। যা ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকে স্থানান্তরিত করা হয়েছে। আরবিআই সূত্রে জানা গিয়েছে, গোটা দেশের বিভিন্ন ব্যাংকগুলিতে মোট ১০ কোটি আনক্লেমড অ্যাকাউন্টে এই অর্থ ছিল।