হোক না মশা, হত্যার অপরাধে টুইটার থেকে বাদ

কলকাতা টাইমস :
মশা যদি বিরক্ত করে তাহলে তাকে মারা ছাড়া আর কিইবা করার আছে। কিন্তু এই মশা মারার অপরাধে সম্প্রতি এক ব্যক্তিকে টুইটার ফ্রোজেন করেছে এবং তাকে জানিয়ে দিয়েছে তার টুইটার অ্যাকাউন্টটি আর কখনই সচল করা হবে না। মশা মেরে সেই মশার ছবি টুইটারে প্রকাশ করাটাই ছিল তার প্রধান অপরাধ।
জাপানে বসবাসকারী এই ব্যক্তি গত ২০শে আগস্ট টেলিভিশনের সামনে বসে বিবিসি’র একটি সংবাদ দেখছিলেন। আর তখন মশাও তাকে ইচ্ছে মত কামড় দিয়ে যাচ্ছিলো, তাই তখন ঐ মশাটিকে মারা ছাড়া তার আর কোন গতি ছিল না।
টুইটার তার আগের একাউন্টটি অচল করে দেওয়ার পর তিনি তার নতুন একটি অ্যাকাউন্ট খুলেন, টুইটার কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানিয়ে একটি নতুন টুইট করেন তিনি। সেই নতুন টুইটে তিনি মশা মারার কারণে টুইটার থেকে থেকে বাদ পড়ার বিষয়টি সবাইকে জানান। আর তার সেই নতুন অ্যাকাউন্টে বিষয়টি টুইট করার পর তা প্রায় ৩১ হাজার রি-টুইট হয় এবং লাইক আসে প্রায় ২৭ হাজার। এখন পুরো টুইটার জুড়ে মূল আলোচনার বিষয় হয়ে পড়েছে এটি।