November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

চুল গজাবে ম্যাজিকের মত, এই পদ্ধতিতে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

চুলের ফেটে যাওয়া, ঝরে পড়া এবং দুর্বল হয়ে যাওয়া এবং চুল হারানো ঠেকাতে চুল গজানোর চিকিৎসাই সর্বোত্তম পদ্ধতি। কিন্তু চুলের চিকিৎসা এবং যেসব পণ্য দ্রুত চুল গজাতে সেবব বেশ ব্যয়বহুলই বটে, তাই না? কিন্তু আপনি যদি সেসব কেনা ছাড়াই চুল গজানোর চিকিৎসা করতে পারেন তাহলে কেমন হয়! খবর আজকালের।

চুল গজানোর এমন কিছু বিস্ময়কর চিকিৎসা আছে যা আপনি আপনার রান্নার ঘর থেকেই করতে পারেন। নিত্য ব্যবহার্য্য তেল, ভেষজ এবং এমনকি ফল ও সবজি ব্যবহার করে এই ওষুধ তৈরি করা সম্ভব।

বলা হয়ে থাকে চুল সোনার চেয়েও দামি। কেন? এর রহস্যটি একমাত্র নারীরাই জানেন। নারীরা সব ধরনের তরকারিতে ব্যবহার্য একটি পাতা ব্যবহার করেন। ইংরেজিতে এর নাম কারি লিভ। একে বলা হয় কারি পাত্তা। এটি একটি সুস্বাদু মশলা গাছের নাম। এই গাছের পাতা চুলের যত্নে, বিশেষ করে চুল গজানোর ক্ষেত্রে বিস্ময়কর ফল দেয়।

রেসিপি: কিছু কারি পাতার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ নারকেল তেল নিন। এরপর দুটি উপাদান একসঙ্গে সেদ্ধ করুন যতক্ষণ না কালো নির্যাস বের হয়। এরপর ওই কালো নির্যাস তুলে নিয়ে চুলে প্রয়োগ করুন। সপ্তাহে অন্তত একদিন চুলের যত্নে এই নির্যাস ব্যবহার করুন। এতে আপনার চুল দ্রুত গজানোর পাশাপাশি চুলের রঙও গাঢ় হবে।

কতদিন ব্যবহার করতে হবে: সপ্তাহে দুদিন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।

কোথা থেকে কিনতে হবে: নারকেল তেল যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। আর কারি পাতা কিনতে পাওয়া যাবে মুদি দোকান, ভেষজ দ্রব্য বা খাদ্য বিক্রি করে এমন দোকানে।

Related Posts

Leave a Reply