September 29, 2024     Select Language
KT Popular অন-এ-প্লেট

খেয়েছেন কখনো দুধ চিনি ছাড়া আইসক্রিম 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সামগ্রী : পাকা কলা ৪টি, পাকা পেঁপে, আম বা নরম অন্য কোনো ফল (পরিমাণমতো), বাদাম (পরিমাণমতো), ভ্যানিলা এসেন্স সামান্য, কিশমিশ ৮-১০টি, লিকুইড চকলেট পরিমাণমতো, হুইপড ক্রিম পরিমাণমতো, চকলেট চিপস পরিমাণমতো।

পদ্ধতি : প্রথমে কলাগুলো খোসা ছিলে টুকরো টুকরো করে নিন। এবার একটি ট্রে-তে করে ডিপ ফ্রিজে রেখে দিন। ২/৩ ঘণ্টা রেখে জমাট হতে দিন। এবার এই কলা ব্লেন্ডারে কিংবা ফুড প্রসেসরে দিয়ে দিন। সামান্য ভ্যানিলা এসেন্স দিন। অনেক সময় ব্লেন্ডারে শুধু খাবার ব্লেনড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে আম বা পেঁপের পাল্প বা রস দিতে পারেন এর সাথে। কিছুটা লিকুইড চকলেট দিয়ে দিন। ভালোভাবে ব্লেন্ড করুন। একদম স্মুথ পেস্ট না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন।

এবার বাদাম এবং কিশমিশ মিশিয়ে দিন। এয়ার টাইট বক্সে ভরে জমাবার জন্য ফ্রিজে দিয়ে দিন। খানিকটা জমে গেলেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু আইসক্রিম।

Related Posts

Leave a Reply