January 19, 2025     Select Language
KT Popular অন-এ-প্লেট

ডেজার্টে রাখতে পারেন ‘খইয়ের পায়েস’

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস ;

সামগ্রী : খই দু-তিন মুঠো, জল অল্প পরিমাণ, চিনি এক কাপ, বাদাম ৫০ গ্রাম, ছানা ১৫০ গ্রাম, দুধ এক কেজি, কেওড়া বা গোলাপপানি এক চা চামচ।

পদ্ধতি : কাঁচা বাদামের খোসা ছাড়িয়ে শিলপাটায় বেটে নিতে হবে। খই জলে  ভিজিয়ে দিতে হবে। নরম হলে জল ঝরিয়ে চটকে নিন। এবার দুধের সাথে খই ১০ মিনিট জ্বাল দিয়ে চিনি ও বাদামবাটা মেশাতে হবে। ছানা ডুমো করে অথবা ভেঙে মিশিয়ে দিতে হবে। নামানোর আগে গোলাপ বা কেওড়া দিয়ে দিতে হবে।

Related Posts

Leave a Reply