মৃত্যুপুরী ব্রাজিলে বেপরওয়া প্রেসিডেন্ট
কলকাতা টাইমসঃ
একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে নতুন নজির গড়লো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এরই মধ্যে সেদেশের প্রেসিডেন্টের বেপরওয়া মনোভাব ভয়াবহ খাদের কিনারে দাঁড় করিয়েছে ফুটবল প্রেমীদের স্বপ্নের এই দেশটিকে। একদিনে আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষে জায়গা করে নেওয়া এবং টেস্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকায় বিশ্ব সাস্থ সংস্থার প্রবল চাপের মুখে সেদেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
অন্যদিকে করোনার প্রকোপ কমাতে সোশ্যাল ডিস্টেনসিং, কোয়ারেন্টিন সহ বিভিন্ন পদক্ষেপের্ প্রবল সমালোচনা করে আসছেন বোলসোনারো। ব্রাজিলে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪১,০৮০ জন। মৃত্যু হয়েছে ১৬,১১৮ জন মানুষের। আক্রান্তের সংখ্যার নিরিখে আমেরিকা, রাশিয়া, স্পেন এবং ব্রিটেনের পরই পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল।