ট্রায়াল ছাড়াই গণহারে ভ্যাকসিন প্রয়োগ চিনে !
কলকাতা টাইমসঃ
বিশ্বের দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পরীক্ষা ছাড়াই গণহারে ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠলো চিনে! অভিযোগ সময় বাঁচাতে কোনোরকম ট্রায়ালের সম্মুখীন না হয়েই চীনের হাজার হাজার মানুষকে বাধ্য করা হচ্ছে একটি নির্দিষ্ট টিকা গ্রহণে। জানা যাচ্ছে, সেদেশের সিনোফার্ম নামক কোম্পানির তৈরী এই ভ্যাকসিন কোনোরকম পরীক্ষা ছাড়াই ব্যাপকহারে প্রয়োগ শুরু করেছে তারা।
এমনকি বিষয়টি গোপন রাখার চুক্তিতেও সই করিয়ে নেওয়া হচ্ছে ভ্যাকসিন গ্রহীতাকে। সিনোভ্যাক জানাচ্ছে, শুধু মাত্র বেজিংয়েই অন্তত ১০ হাজারের মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।যার মধ্যে সংস্থার কর্মী এবং তাঁদের পরিবারের লোকজনই রয়েছেন প্রায় ৩ হাজার।ট্রায়ালে উত্তীর্ণ হওয়ার আগেই ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগের এই সিদ্ধান্তে হতভম্ব বিশেষজ্ঞরা।