শিঙাড়া ৫০ লাখ আর বিরিয়ানি তো প্রতি ৬০ সেকেন্ডে ১১৫ প্লেট!
কলকাতা টাইমস :
২০২১ সালে ভারতীয়রা প্রতি ৬০ সেকেন্ডে প্রায় ১১৫ প্লেট বিরিয়ানি অর্ডার করেছে। ভারতের অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা ‘সুইগি’র পরিসংখ্যান অন্তত তাই বলছে।
এ বিষয়ে একটি টুইট করে সুইগি জানিয়েছে, পরিসংখ্যান ১ : ২০২১ সালে ছয় কোটি চার লাখ ৪৪ হাজার বিরিয়ানি অর্ডার করা হয়েছে। পরিসংখ্যান ২ : বিরিয়ানি ডেলিভারি হওয়ার পর ছয় কোটি চার লাখ ৪৪ হাজার গ্রাহকের মুখে হাসি ফুটেছে।
‘সুইগি’ সেই বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, সোয়া চার লাখের বেশি গ্রাহক সুইগিতে তাদের প্রথম অর্ডার দিয়েছেন চিকেন বিরিয়ানি। এছাড়া জলখাবার হিসেবে সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে শিঙাড়া-সামোসা। সংখ্যায় এটি প্রায় ৫০ লাখ, যা নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় সমান।
এছাড়া সুইগির বিবৃতি থেকে আরও জানা গেছে, ২০২১ সালে চিকেন উইংসের চেয়ে ছয়গুণ বেশি অর্ডার করা হয়েছে শিঙাড়া-সামোসা । আর মিষ্টি হিসেবে গুলাব জামুন অর্ডার করা হয়েছে ২১ লাখ বার।