January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

হারিয়ে যাওয়া প্রেমিকার সঙ্গে দেখা শরণার্থী শিবিরে, আর দেরি নয় তৎক্ষণাৎ বিয়ে !

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নিধন শুরু করলে তারা দু’জনই জীবন বাঁচাতে পালিয়ে আসেন বাংলাদেশে।অাশ্রয় নেন রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এর আগে রাখাইন রাজ্যে তারা নাগরিকত্ব না পেলেও দিন পার হচ্ছিল ভালোভাবেই। হঠাৎ করেই রোহিঙ্গা নিধনের জেরে একে অপরকে হারিয়ে ফেলেন। জানা যায়, প্রায় দুই বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা।

কিন্তু সেনাবাহিনীর তারায় একে অন্যের থেকে ছিটকে যায় প্রেমিক প্রেমিকা। বিভিন্ন জায়গায় ঘুরে শেষপর্যন্ত তাদের স্থান হয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। এরপর যখন প্রেমিক মুহাম্মদ জোবায়ের ভেবেছিলেন, তার প্রেমিকাকে হয়তো আর কোনোদিনই খুঁজে পাবেন না। প্রেমিকা নূর বেগমও সেরকম ধারণাই করেছিলেন।  হঠাৎই একদিন শরণার্থী শিবিরে তারা একে অপরকে খুঁজে পান। আবারো চলতে থাকে তাদের দু’জনের প্রেম।

আর যাতে একে অন্যকে ছেড়ে যেতে না হয় সে কারণে তারা ঘর বাধার সিদ্ধান্ত নেয়।এরপরেই শুরু হয় তোড়জোড়। প্রতিবেশি রোহিঙ্গাদের সহায়তায় করা হয় বিয়ের আয়োজন। ধুমধাম করে না পারলেও অল্পবিস্তর আয়োজন ছিল সেখানে। সাদামাটা পোশাকে আসতে দেখা যায় বরকে। তবে তা নিয়ে আক্ষেপ নেই তাদের।

 

Related Posts

Leave a Reply