চীনা ভ্যাকসিন নিয়ে অন্য দেশে ঢুকতে মানা !
কলকাতা টাইমসঃ
করোনার ভ্যাকসিন নেওয়া থাকলেই বিভিন্ন দেশ তাদের দেশে ভ্রমণের ছাড়পত্র দেওয়া শুরু করেছে। এই প্রসঙ্গে সবার আগে এগিয়ে এসেছে সৌদি আরব এবং ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। আগামী ১ জুলাই থেকে এই শিথিলতা জারি করছে তারা। একই সঙ্গে এই দেশগুলি নিষেধাজ্ঞা জারি করেছে চীনা ভ্যাকসিন গ্রহীতাদের ওপরেও। এই সমস্ত মানুষদের দেশে প্রবেশ করতে দিতে রাজি নয় তারা।
দেশগুলির দাবি, পর্যটকদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। শুধু ফাইজার-বায়োনটেক, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড, মর্ডানা এবং জনসনের সার্টিফিকেটগুলোই গ্রহণ যোগ্য হবে। চীনের কোনো ভ্যাকসিন এই সুবিধা পাবে না। ইউরোপীয় ইউনিয়নও চীনের ভ্যাক্সিনকে এখনো অনুমোদন দেয়নি। প্রসঙ্গত, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে চীনের সিনোভ্যাক টিকাকেও অনুমোদন দিয়েছে।