আইপিএলের বাকি ৪ দিন: মহারাষ্ট্রে ১০টি ম্যাচ, সম্ভব ? এই করোনা আবহে !
কলকাতা টাইমসঃ
আগামী ৯ এপ্রিল আইপিএলের উদ্বোধন। মাত্র ৪ দিন পর বর্তমান করোনা পরিস্থিতিতে কি আদৌ মহারাষ্ট্রে আইপিএলের আয়োজন সম্ভব? গতকালই একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ শিখরে পৌঁছছে ভারত। সবচেয়ে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে মুম্বাইয়ে আইপিএল আয়োজন নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিতে চলেছে। জানা যাচ্ছে, এই স্টেডিয়ামের বেশ কিছু কর্মী ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত আগামী ১০ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিনে আইপিএলের মোট ১০ টি ম্যাচ অনিষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী অবশ্য এখনো আশাবাদী পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রের ক্যাবিনেট মিনিস্টার নবাব মালিক সংবাদ সংস্থাকে জানান, ‘শর্তসাপেক্ষে মুম্বাইয়ে আইপিএল আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। স্টেডিয়ামে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে না। আইপিএলে অংশ নেওয়া সমস্ত দলকেই একটি জায়গায় কোয়ারান্টিনে থাকতে হবে।