করোনা চিকিৎসায় ভরসা যোগাচ্ছে ‘রেমডিসিভির’
কলকাতা টাইমসঃ
করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে রেমডিসিভির নামে একটি ওষুধ। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের প্রধান অ্যান্থনি ফৌসি জানান, ‘রেমডিসিভির প্রয়োগ দ্রুত সুস্থ উঠছেন করোনা আক্রান্তরা।’ তার দাবি, করোনা ভাইরাসের বৃদ্ধি রুখে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে রেমডিসিভির। আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মোট ৬৮ টি জায়গায় মোট ১,০৬৩ জন করোনা আক্রান্তের শরীরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। তাতে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে বলে খবর।
মার্কিন সাস্থ দফতর যে কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তারই একটি এই রেমসিডিসিভির। মার্কিন কোম্পানি গিলেড সায়েন্সেসের তৈরি এই ওষুধটি ইবোলার জন্য ব্যবহার করা হলেও সেভাবে সাড়া ফেলতে পারেনি। বর্তমানে কিছু পরীক্ষায় দেখা গিয়েছে এই ওষুধটি কোভিড-১৯ এর চিকিৎসার ক্ষেত্রে কিছু কাজ করছে।