‘ত্রুটিপূর্ণ’ গণতন্ত্র হলেও উন্নতি ভারতের, ডাহা ফেল পাকিস্তান
কলকাতা টাইমস :
স্বস্তির খবর নরেন্দ্র মোদি সরকারের জন্য৷ গণতন্ত্র নিয়ে ওঠা বিরোধীদের সমস্ত অভিযোগ প্রায় নস্যাৎ করে দিয়ে বের হল গণতন্ত্র সূচকের সমীক্ষা৷ আর সেখানেই জানা যাচ্ছে, দেশে গণতন্ত্রের হাল ঠিক ততটা বেহাল নয় যতটা বিরোধীরা বার বার দাবি করে আসছে৷ এমনকী মোদি জমানাকে বুদ্ধিজীবী তথা গণতন্ত্রপ্রেমীদের দেওয়া স্বৈরতন্ত্রের তকমাও এই সূচকের ফলে ধোপে টিকল না৷ আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা বলছে, দেশে গণতন্ত্রের দশা ততটাও বেহাল নয়৷ অন্তত গত বছরের তুলনায় খানিকটা হলেও উন্নতি হয়েছে ভারতের৷
লন্ডনের ‘ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’ সম্প্রতি ১৬৫টি দেশ এবং দুটি স্বশাসিত অঞ্চলে গণতন্ত্র নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে৷ সেই সমীক্ষায় দেখা গিয়েছে সার্বিকভাবে গোটা বিশ্বেই গণতন্ত্রের সূচকের অবনতি হচ্ছে৷ ২০২২ থেকে ২০২৩-এ বিশ্বে ‘গণতান্ত্রিক রাষ্ট্রের’ সংখ্যা বাড়লেও গণতন্ত্র সূচকের গডে় পতন হয়েছে৷ ২০২২-এ গড় ছিল ৫.২৯, ২০২৩-এ সেটি কমে ৫.২৩৷ একমাত্র পশ্চিম ইউরোপ ছাড়া গোটা বিশ্বেই গণতন্ত্রের মানের অবনতি হয়েছে৷
ওই সমীক্ষায় বিভিন্ন দেশকে ‘পূর্ণ গণতন্ত্র’, ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’, ‘মিশ্র শাসন ব্যবস্থা’, ‘স্বৈরাচারী শাসন ব্যবস্থা’র মতো বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে৷ ভারত ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তকমা পেয়েছে৷ তবে সার্বিকভাবে ভারতের সূচকে উন্নতি হয়েছে৷ ভারতের প্রাপ্ত নম্বর ৭.১৮, তালিকায় স্থান ৪১৷ রিপোর্ট বলছে, অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা ভারতের গণতন্ত্রের মানোন্নয়ন করেছে৷