January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিহারে মহাজোটের আস্থা ভোটের আগেই ইস্তফা স্পিকারের  

[kodex_post_like_buttons]

বুধবার এই বিশেষ অধিবেশনের মূল কার্যসূচিও ছিল, সদ্য ক্ষমতাসীন মহাজোট সরকারের আস্থা ভোট। বিজেপির হাত ছেড়ে নীতীশ কুমার আরজেডির নেতৃত্বাধীন জোটের সঙ্গে সহায়তায় অষ্টমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিহার বিধানসভায় মহাজোটের ১৬৪ বিধায়কের সমর্থন রয়েছে নীতিশ সরকারের সঙ্গে। বিজেপিই বলতে গেলে একমাত্র বিরোধী দল। যাদের বিধায়ক সংখ্যা ৭৩। ফলে অনায়াসেই আস্থা ভোট জিতে যাওয়ার কথা নীতিশ সরকারের ।

বিজেপির বিধায়ক স্পিকার বিজয় কুমার সিনহা আস্থা ভোটের আগে সরতে নারাজ ছিলেন। শাসক জোট ধরে নিয়েছিল, নৈতিক কারণে স্পিকার সরে যাবেন। আরজেডির এক প্রবীণ বিধায়কের নতুন স্পিকার হওয়ার কথা।

Related Posts

Leave a Reply