ব্রাত্যদের হাসি-কান্নায় সঙ্গ দিতে ‘সম্মানের বাড়ি’
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ব্যস্ত জীবনে বাড়ির প্রবীণদের সঙ্গে সময় কাটানো হয়ে ওঠে না অনেকের। সন্তানরা কর্মসূত্রে নানা জায়গায় থাকার কারণে বৃদ্ধ মা-বাবার সঙ্গে বসবাসের সুযোগও হয় না। ফলে দিনের পর দিন কথা বলার মানুষ হারিয়ে নিঃসঙ্গে ভুগছে বয়স্করা।
আর তাই শহরের প্রবীণদের বার্ধক্যকালে নিঃসঙ্গ দূর করতে চালু করা হয়েছে ‘সম্মানের বাড়ি’।
রোববার (১৪ নভেম্বর) শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা এ বাড়ির উদ্বোধন করেছেন। একান্নবর্তী পরিবার ভেঙে আজ অধিকাংশই ছোট ছোট পরিবার তৈরি হয়েছে। ফলে শহরের মানুষের এখন জীবনযাত্রা ফ্লাটের চার দেওয়ালের বন্দি। এতে জীবন-জীবিকায় সন্তানরা ব্যস্ত হয়ে পড়লে বয়স্ক মা-বাবারা সারাদিন নিঃসঙ্গতায় ভোগেন।
তবে এবার শিলিগুড়ি শহরের প্রবীণদের বার্ধক্য জীবনে নিঃসঙ্গতা দূর করতে নতুন উদ্যোগ নিলো শিলিগুড়ির পুলিশ কমিশনারেট। পুলিশের উদ্যোগে শহরের প্রবীণদের জন্য চালু করা হলো সম্মানের বাড়ি’ নামে এক প্রকল্প। এই প্রকল্পে পুলিশের সঙ্গে রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
শিলিগুড়ির উত্তরায়নে পুলিশ ফাঁড়ির কাছে তৈরি করা হয়েছে এই বাড়ি। এখানে প্রবীণদের জন্য এক ছাদের তলায় রয়েছে বিনোদনের ব্যবস্থা, থাকছে ধ্যান করার ঘর, লাইব্রেরি ও বৈঠকখানা। এছাড়াও প্রাথমিক চিকিৎসার সুবিধাসহ, এই ভবনের ভেতরে একটি ছোট ইনফার্মারিও স্থাপন করা হয়েছে, যেখানে সম্মানের সদস্যরা রক্তচাপ এবং ব্লাড সুগার ইত্যাদির প্রাথমিক পরীক্ষাও করাতে পারবেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে প্রবীণরা এসে ঘরোয়া পরিবেশে বিশ্রাম নিতে পারেন, টেলিভিশন দেখতে, গল্প করতে পারবেন, বই পড়তে এবং তাদের বন্ধুদের সঙ্গ উপভোগ করতে পারেন। তবে পুলিশের উদ্যোগে এই সম্মানের বাড়িতে প্রবীণরা এলে নিঃসঙ্গতা দূর করে কিছুটা সময় গল্পগুজব এবং আড্ডার মাধ্যমে সময় কাটাতে পারবে। সব মিলিয়ে কথা বলার সঙ্গী খুঁজে পাবে বয়স্করা।