প্যান্ট ছাড়াই অভিনেত্রী, ঢুকতেই দিলো না রেস্টুরেন্টে
প্রসঙ্গত, ইয়ামির বোন বলিউডে ডেবিউ করতে চলেছেন। আর সেই ডেবিউ মুভির কাজেই তিনি সার্বিয়া যান। রাজকুমার সন্তোষীর এই ছবিতে দেখা যাবে তাঁকে। সার্বিয়ার এক পরিচিত রেস্তোরাঁতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিওতে দুই বোনের কথোপকথনও রয়েছে।
এদিকে ইয়ামি ব্যস্ত বত্তি গুল মিটার চালু ছবি নিয়ে৷ যেখানে তাঁর বিপরীতে রয়েছেন শাহিদ কাপুর। এছাড়া উরি ঘটনার ওপর ভিত্তি করে তৈরিছবি উরি-তে দেখা যাবে তাঁকে। এই ছবিতে নিজের লুক একেবারে নিখুঁত করার জন্য ইয়ামি এক বিশেষ ধরণের মেকওভার করেছেন। আর সেই মেকওভারের জন্য নাকি নিজের লম্বা চুল কেটে ফেলতে হয়েছে তাকে।