অবসর: এবার স্প্যানিশ ফুটবলের সর্বময় কর্তা হতে চান ক্যাসিয়াস
কলকাতা টাইমসঃ
গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন বিশ্বখ্যাত গোলকিপার ইকার ক্যাসিয়াস। এবার সিদ্ধান্ত নিয়েছেন, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি। উল্যেখ্য, গতবছর মে মাসে অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই তারকা গোলরক্ষক। এরপর থেকে আর মাঠে নামা হয়নি তার।
তার শেষ পর্যন্ত খেলা পর্তুগিজ ক্লাব পোর্তোর প্রেসিডেন্ট নুনো পিন্তো দা কোস্তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। উল্লেখ্য প্রায় ১৯ বছর ধরে সেরা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাসিয়াস। ২০১৫ সালে স্পেন ছেড়ে পর্তুগিজে পাড়ি জমান তিনি। রিয়ালের হয়ে ৫১০ টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার।