বেড়াতে গিয়ে আপনার ফেলা নোংরা ফেরত আপনার বাড়িতেই
কলকাতা টাইমস :
বেড়াতে গিয়ে যেখানে-সেখানে আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা এবং পর্যটনস্থানের সৌন্দর্যহানি ঘটানো অনেক পর্যটকেরই অভ্যাস। বারবার সতর্ক করার পরও তাদের অনেকে বিষয়টি গায়ে লাগায় না। তাই এই ধরনের লোকজনকে ঠেকাতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের ব্যাংককের জনপ্রিয় খাও ইয়াই ন্যাশনাল পার্ক।
এখন থেকে কোনো পর্যটক পার্কে ময়লা ফেললে সেই ময়লা তার ঠিকানায়ই ফেরত পাঠাবে পার্ক কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, পুলিশের নিবন্ধন খাতায়ও চলে যাবে তার নাম।
থাইল্যান্ডের পরিবেশমন্ত্রী ভারাউত সিলপা আর্চা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে তিনি পর্যটকের ঠিকানায় পাঠানোর জন্য প্রস্তুত খালি প্লাস্টিকের বোতল, ক্যান ও চিপসের প্যাকেট ভর্তি কার্ডবোর্ড পার্সেলের ছবিও পোস্ট করেছেন। ‘খাও ইয়াই ন্যাশনাল পার্কে আপনি ভুলে এ জিনিসগুলো ফেলে গেছেন’ লেখা পুলিশের একটি চিরকুট রয়েছে পার্সেলের সঙ্গে।
পোস্টে মন্ত্রী আরো লিখেন, ‘আপনার ময়লা আমরা আপনার কাছেই ফেরত পাঠাব।’ এ ছাড়া ন্যাশনাল পার্কে ময়লা ফেলা যে একটি অপরাধ এবং এ অপরাধের জন্য জরিমানাসহ পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে, তা-ও মনে করিয়ে দেন তিনি।
এদিকে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ময়লা কে ফেলেছে তা খুঁজে বের করার প্রক্রিয়াটি সহজ করার জন্য পার্কে ঢোকার সময় পর্যটকদের ঠিকানাসহ নিবন্ধন করে ঢুকতে হবে। এই ময়লাগুলো পার্কের পশুপাখির জন্য খুব বিপজ্জনক। কারণ তারা এগুলো খাওয়ার চেষ্টা করতে পারে।