ধূমপান না করলেই পুরস্কার, অতিরিক্ত ৬ দিনের ছুটি
কলকাতা টাইমসঃ
ধূমপান না করলেই মিলবে অতিরিক্ত ৬ দিনের ছুটি। কর্মচারীদের এমনই অভিনব বার্তা দিলো জাপানের একটি সংস্থা। টোকিওর বিপণন সংস্থা পিয়ালা ইনকর এই অভিনব ঘোষণা বেশ সারা ফেলেছে তাদের কর্মচারীদের মধ্যে। জানা গেছে ২৯ তলা এই অফিসের বেসমেন্টে নেমে ধূমপান করতে গিয়ে যথেষ্ট সময় নষ্ট করেন ধূমপায়ীরা। তাই সংস্থার এমডি তাকাও আসুকা ধুমপান করেন না এমন কর্মীদের ইন্টেনসিভ হিসেবে ৬ দিনের অতিরিক্ত ছুটি দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।
পিয়ালা ইনক’র মুখপাত্র হিরোতাকা মাতসুসিমার কথায়, “আমাদের ধুমপান করেন না এমন এক কর্মী বছরের শুরুতেই সংস্থার ‘সাজেশন বাক্সে’ একটি বার্তা রেখে যান যে ধুমপান বিরতি বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। এরপরই আমরা ধুমপায়ী নন এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিই।” তার মতে কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে ইন্সেন্টিভ দেওয়ার মাধ্যমে ধুমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে।