ভারতের পরবর্তী কোচ কী রিকি পন্টিং?
কলকাতা টাইমসঃ
সৌরভ-পন্টিং যুগলবন্দিতে আইপিএলে কামাল করছে দিল্লি ডেয়ারডেভিলস। ইতিমধ্যেই তারা প্লে-অফে পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে এক সাংবাদিক বৈঠকে সৌরভকে প্রশ্ন করা হয়, রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা কেমন? উত্তরে সৌরভ বলেন, “আমরা দুজনে দারুন বন্ধু। প্রচুর পরিশ্রম করে দিল্লিকে ও দাঁড় করিয়ে দিয়েছে।”
এরপরই সৌরভকে জিজ্ঞাসা করা হয়, আপনি কী মনে করেন পন্টিং ভারতের কোচ হতে পারেন? সৌরভের জবাব, “প্রশ্নটা পন্টিংকেই করা দরকার। যদি সে ৯ মাস দেশের বাইরে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। আর যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন তাহলে ভারতের কোচ হওয়ার জন্য অন্যতম যোগ্য প্রার্থী পন্টিং, এ নিয়ে কোন সন্দেহ নেই।”