ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে ঋষভ পন্থ, একবছর পর ডাক পেলেন শামি
কলকাতা টাইমসঃ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋষভ পন্থ যে দলে সুযোগ পেতে পারে, এমনটা জানাই ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ভাল পারফরম্যান্সের প্রতিদান পেলো ঋষভ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এবার একদিনের দলে অন্তর্ভুক্ত করা হলো তাকে।
১৪ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্ব বেশ প্রশংসা কুড়িয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে ডাক পেলেন রোহিত। দলের অধিনায়ক বিরাট কোহলি। দুই পেসার জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট নন। তাই তাঁদের দলে রাখা হয়নি। দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। এদিকে, প্রায় এক বছর পর একদিনের দলে ডাক পেয়েছেন মোহাম্মদ শামি।
ভারতীয় দল-
বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রায়ডু, মণীশ পান্ডে, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, খলিল আহমেদ, শার্দুল ঠাকুর, লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহ্বল।