January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

ঋষি কাপুর :  হম ভি বড়ে দিলওয়ালে ….

[kodex_post_like_buttons]

রজত পাল

1973 সালে মুক্তি পেল দুটো ব্লক বাস্টার ..জঞ্জির এবং ববি । দেব আনন্দ ও রাজেশ খান্নার দুর্গে চরম আঘাত আছড়ে পড়ল। আপামর ভারতবাসী হিন্দি সিনেমায় ‘কি হল, কি হল, বলে ঝাঁপিয়ে পড়ল।
  ববিতে ঋষির fan ততো হয়নি যত ডিমপলের। আর অমিতাভ যখন সোলে, দিওয়ার করে প্রাসাদের সিঁড়ি চড়ছেন, ঋষি টুকটুক করে ‘জহরিলে ইনসান’ বা ‘খেল খেল মে।
  বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে সিনেমা দেখে। আমি দেখতাম গানের জন্য।  GT Road এ টাঙানো সিনেমার পোস্টার পড়তাম নীচ থেকে।  অর্থাৎ সুরকার কে জেনে নিতাম. RD Burman এর অসামান্য composition এ অসাধারণ সব নায়কেরা অভিব্যক্তি দিয়েছেন। আমার প্রিয়তম ঋষি কাপুর. আগের দুটোর সাথে যোগ করুন ‘হম কিসিসে কম নেহি’ বা ‘য়ে ওয়াদা রহা’ বা ‘সাগর’, বরে দিলওয়ালা, জমানে কো দিখানা হ্যায় …পঞ্চমের প্রতিটি beat এর সাথে ঋষির সমগ্র শরীর কথা বলত।
  অসাধারণ ! এই পরিবারের সকলেরই music sense অতুলনীয়, সে বাবা কাকা বা দাদা, যেই হোন। খুব বিতর্কিত হলেও আমার কাছে সেরা ঋষি কাপুর।
  বিরাট বড় অভিনেতা নন, কিন্তু গানের দৃশ্যে ( সে LP র কর্জ বা অমর আকবর এন্টনি, সরগম বা খৈয়ামের কভি কভি বা বেশি বয়সে শিব-হরির চাঁদনি বা নাদীম-শ্রাবণের দিওয়ানা যাই হোক) তিনি কামাল করতেন।  গানের সুর, তাল, ছন্দের সাথে মাথা থেকে পায়ের এমন movement  আর কারোর ছিল না। ঐ short height নিয়েও তাই তিনি lover boy…
  হিন্দি সিনেমা নিয়ে জন্মেছিলেন, সেটা নিয়েই চলে গেলেন। এর বাইরে আর কিছু হয়তো পারতেন না।  মানুষ ঋষিকে পছন্দ হত না (Filmfare পুরষ্কার পেতে লবিও করেছিলেন,স্বীকার করেছেন) কিন্তু অভিনেতা ঋষি মনে জায়গা নিয়ে থাকবেন আমৃত্যু….
  এই কোভিড  দশায় ভালো নেই । একে একে চলে যাচ্ছেন ইরফান বা ঋষির মতো মানুষ । ভালো লাগছে না । একদম ভালো লাগছে না।

Related Posts

Leave a Reply