ফেসবুকে আনফ্রেন্ড করাতেই কপাল পুড়লো ডাকাতের
কলকাতা টাইমস :
কানাডার পুলিশ এক ডাকাতকে পাকড়াও করেছে। ডাকাতি করার সময় তার মুখে মুখোশ ও হাতে ছুরি ছিল। তবে ধরার উপলক্ষটা বেশ মজার। ওই ডাকাত তার শিকারকে ফেসবুকে ‘আনফ্রেন্ড’ করার পরই পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।
রাইলি স্মিথ নামের ২০ বছর বয়সী এক যুবকই সেই ডাকাত । মনকটনের একটি সাবওয়ে স্যান্ডুইচের দোকান থেকে ৭৫০ ডলার লুট করে সে।দুর্ভাগ্যজনকভাবে ওই দোকানে যাকে ছুরি দেখিয়ে রাইলি টাকা ছিনিয়ে নেয়, তিনি এই ডাকাতের ফেসবুকের বন্ধু। ঘটনার সময় রাইলি মুখে তার রুমাল বেঁধে নিয়েছিলেন। কিন্তু ডাকাতির শিকার তরুণের মনে সন্দেহ ঢুকে যায় যখন রাইলি ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে তাকে আনফ্রেন্ড করে দেয়।
রয়াল কানাডা মাউন্টেড পুলিশ স্মিথের ডিএনএ সংগ্রহ করে মুখ ঢেকে রাখা ওই মুখোশ থেকে। ব্যবহারের পর ওটা ডাকাত পার্কিং লটে ফেলে গিয়েছিলেন। পরে কোর্ট তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। মনকটনের একটি আদালতে ডাকাতির অভিযোগে তার সাড়ে তিন বছরের জেল দেওয়া হয়।