গণধর্ষণে দোষী সাব্যস্ত রবিনহো: ৯ বছরের জেল !
কলকাতা টাইমসঃ
গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করা হলো ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোবিনহোকে। যদিও এই প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এখনো নিজেকে নির্দোষ বলে দাবি করছেন।এই শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে রবিনহোর। জানা গেছে, ২০১৩ সালে পানশালায় এক আলবেনিয়ান তরুণীকে নেশাগ্রস্ত অবস্থায় রবিনহো এবং ৫ ব্রাজিলিয়ান মিলে গণধর্ষণ করেন। সেই নির্যাতিতা এরপর আদালতে মামলা দায়ের করেন। ব্রাজিলের আইন অনুযায়ী, অন্য কোনো দেশ বিচারের জন্য কোনো ব্রাজিলিয়ানকে নিয়ে যেতে পারে না। ফলে রবিনহো যদি ব্রাজিলের বাইরে যায়, তখনই শুধু গ্রেপ্তার হবেন।
মিলানের আদালত এই সাজা ঘোষণা করে। মামলা চলাকালীন রবিনহো নিজে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন। শাস্তি ঘোষণার পর ইনস্টাগ্রামে নিজেকে আবার নির্দোষ দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এক সময় বিংশ শতাব্দীর সেরা প্রতিভা ভাবা হতো তাকে। ১৯ বছর বয়সে রিয়ালে এসে ৩ বছর পরেই ম্যানচেস্টার সিটিতে চলে যান। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানে খেলেছেন। ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এখন অ্যাথলেটিকো মিনেইরোতে খেলেন। গ্রেপ্তার এড়াতে ব্রাজিলেই রয়েছেন তিনি।