January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মানুষের জীবন সবজির বাক্স দাঁড়াল এই রোবটের কাছে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মানুষকে সবজির বাক্স ভেবে আছড়ে ফেলল রোবট৷ গুরুতর আহত হয়ে মৃতু্য হল ওই ব্যক্তির৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়৷ জানা গিয়েছে, ৪০ বছর বয়সি ওই ব্যক্তি একটি সবজির গুদামে কাজ করতেন৷ কাজ চলাকালীনই রোবটের আচমকা আক্রমণে তাঁর মৃতু্য৷ প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার রোবটের আঘাতে আক্রান্ত হলেন দক্ষিণ কোরিয়ার ব্যক্তি৷
জানা গিয়েছে, সবজির গুদাম থেকে বাক্সে ভরে পাঠিয়ে দেওয়ার কাজ করতেন ওই ব্যক্তি৷ সবজি ভরা বাক্স কনভেয়ার বেল্টে তুলে দিত রোবট৷ সেই কাজ চলাকালীনই হঠাৎ ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে কনভেয়ার বেল্টে ছুড়ে দেয় সে৷ গুরুতর আহত হন ওই ব্যক্তি৷ তাঁর দেহের অন্তত ৫০টি জায়গায় আঘাত লাগে৷ থেঁতলে যায় তাঁর মুখ ও বুক৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি৷ সূত্রের খবর, দিন দুয়েক আগেই রোবটটির কাজে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করেছিলেন ওই ব্যক্তি৷ রোবটের পরীক্ষাও করেন তিনি৷ কিন্ত্ত তাতেও লাভ হয়নি৷
চলতি বছরেই মার্চ মাসে রোবটের আক্রমণে গুরুতর আহত হন ৫০ বছর বয়সি এক ব্যক্তি৷ গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন তিনি৷ কর্ম ক্ষেত্রেই রোবটের হাতে আক্রান্ত হন৷ গুরুতর আহত হলেও জীবিত রয়েছেন ওই ব্যক্তি৷

Related Posts

Leave a Reply