শরীরের রক্তে সাঁতার কাটবে রোবট
কলকাতা টাইমস :
এমন ক্ষুদ্রকায় রোবট তৈরির চেষ্টা অনেক দিন থেকেই চলছে যা রক্ত বা শরীরের ভেতরের তরলে সাঁতার কাটতে পারবে। ক্ষতিগ্রস্ত কোষকে সারিয়ে তোলা অথবা সেখানে ওষুধ সরবরাহ করাই হবে এই রোবটের মূল কাজ।
এটি ধমনীর ভেতর রক্তে সাঁতার কাটার জন্য সামনে পেছনে আন্দোলিত হতে পারে। এটি রক্ত ছাড়াও শরীরের অন্য যে কোনো তরলে অনায়াসে সাঁতার কাটতে সক্ষম বলে দাবি করছেন গবেষকরা। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট সিস্টেমসের গবেষকরা এমন একটি মাইক্রোস্কোপিট রোবট তৈরি করতে সক্ষম হয়েছেন।