January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

করোনা ভাইরাস তাড়াতে পথে নামবে রোবট !   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনা তাড়াতে পথে নামবে রোবট! খড়গপুর আইআইটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক দেবায়ন সাহা অন্তত তেমনটাই দাবি করছেন। তার তৈরী ‘Airlens Minus Corona’ নামক যন্ত্রটি নাকি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবে মানুষকে। এই আবিষ্কারের পেছনে দেবায়নের সঙ্গে রয়েছেন আলিগড় বিশ্ববিদ্যালয়, এইমস-এর মতো প্রতিষ্ঠানের গবেষকরাও।

প্রায় সাত ফুট উচ্চতার এই যন্ত্রটির মুখের ভেতরে রয়েছে একটি ফ্যান। ভেতরে রয়েছে ইনভার্টারের বেশ কিছু ব্যাটারি এবং জলের ট্যাংক। ব্যাটারির মাধ্যমে ট্যাংকের জল আয়োনাইজড হয়ে বেরিয়ে আসবে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে। সেই জলেই নষ্ট হবে করোনা ভাইরাস। দিল্লি রোডের ধারে একটি বন্ধ কারখানায় মাত্র ৫ দিনে তাঁরা এই যন্ত্রটি তৈরি করেছেন।

Related Posts

Leave a Reply