১১৫ বলে ১০০ রানের পার্টনারশিপ রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের
কলকাতা টাইমসঃ
ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে গিলেন শিখর ধাওয়ান রোহিত শর্মা জুটি। তাদের ব্যাটিং নৈপুণ্যে ১৯ ওভারের শেষে ১০০ রানে অক্ষুন্ন ভারতের সবকটি উইকেট। ৫২ রান শিখরের ৪৪ রোহিতের। মরিয়া অস্ট্রেলিয়া এখনো ডট্ ফোটাতে পারেনি ভারতিয় ব্যাটিং লাইনআপে। বাকি ওভারগুলোয় যে ভয়ংকর ঝড় আস্তে চলেছে অস্ট্রেলীয় বোলারদের ওপর তার ইঙ্গিতও দিয়ে রাখছেন এই দুই ব্যাটসম্যান
চলতি বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবিদার দুই দল অস্ট্রেলিয়া ও ভারত। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় ওভালে মুখোমুখি হচ্ছে শক্তিশালী এই দুই দল। হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ওসমান খাজারা নামছেন টানা তৃতীয় জয়ের সন্ধানে। বিপরীতে বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনিরা নামছেন দ্বিতীয় জয় তুলতে। প্রথম দুই ম্যাচে স্মিথ, ফিঞ্চরা হারিয়েছেন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। কোহলি, রোহিতরা হারিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে।