আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হলেন রোহিত শর্মা
কলকাতা টাইমসঃ
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হলেন রোহিত শর্মা। গত বছর দারুণ কেটেছে রোহিতের। ওয়ানডেতে মোট সাতটি সেঞ্চুরি করেছেন রোহিত যার মধ্যে ৫ টি গত বিশ্বকাপে।
অন্যদিকে, স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতে নিলেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। উল্যেখ্য, বেন স্টোকসের অসাধারণ পারফর্মেন্সের ওপর ভিত্তি করে গত বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ান খেলোয়াড় প্যাট কামিন্স বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। গত বছর ৫৯টি উইকেট পেয়েছেন তিনি।