উত্তরসূরিকে আজব পরামর্শ রোমারিওর !
নিউজ ডেস্কঃ
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে তুলনা করা হয় ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান রোমারিওর সাথে। এবার সেই রোমারিওই বিতর্কিত পরামর্শ দিয়ে বসলেন তার উত্তরসূরি জেসুসকে।
রিও ডি জেনেরিওর সিনেটরের দায়িত্বে আছেন ৫২ বছর বয়সী রোমারিও। তিনি জেসুসকে বলেছেন, ‘যৌনতা ভালোভাবে উপভোগ করো বিশেষকরে ছুটির সময়গুলোতে যতটুকু পারা যায়। আর অবশ্যই, ম্যাচের দিনগুলো জেসুসকে এটি বুঝতে হবে, বিশ্বকাপে প্রথম গোল করার সুযোগ পাওয়া তার জন্য শেষ সুযোগও হতে পারে।’
জেসুস সবে ২১ বছরের তরুণ। এরই মধ্যে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যথেষ্ট প্রতিভাবান এই খেলোয়াড়কে হঠাৎ কেন এমন আজব উপদেশ দিয়ে বসলেন ব্রাজিলীয় এই প্রাক্তন তারকা ? তার কারণ অবশ্য ব্যাখ্যা করেননি তিনি। তবে রোমারিওর এমন পরামর্শকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে ফুটবল মহলে।