দীর্ঘ ৫ মাস পর মুক্ত ‘জেল খাটা’ রোনাল্ডিনহো
কলকাতা টাইমসঃ
দীর্ঘ পাঁচ মাস বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। তার বিরুদ্ধে জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের অভিযোগ।সাধারণত ব্রাজিলের নাগরিকদের প্যারাগুয়েতে প্রবেশ করার জন্য পাসপোর্টের দরকার হয় না। এর পরও জাল পাসপোর্ট নিয়ে সেদেশে প্রবেশের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার দু’দিন পর রোনাল্ডিনহো ও তার ভাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।
এক মাস জেলে বন্দি থাকার পর আদালতের নির্দেশে তাকে ‘গৃহ বন্দি’ করা হয়। সেই বন্দিদশা থেকেই গতকাল অর্থাৎ সোমবার তাকে মুক্তি দেয় আদালত। ভবিষ্যতে কখনো নিজের ঠিকানা পরিবর্তন করলে সেই তথ্য আদালতের কাছে জানাতে হবে বলে জানিয়ে দেন বিচারক গুস্তাভো আমারিলা। মুক্তির শর্ত হিসেবে মোট ২ লক্ষ ডলার জরিমানা দিতে হয় দুই ভাইকে।