January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

জুভেন্টাসে পা দিলেই বিক্ষোভের মুখে পড়বেন রোনাল্ডো !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল, এমনকি ফাইনালও মলিন দেখাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলবদলের খবরের কাছে। তবে ইতালিতে গিয়েই বড়সড় বিক্ষোভের সম্মুখীন হতে পারেন এই মহাতারকা ফুটবলার।

জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগমণে বেজায় ক্ষুব্ধ ফিয়াট সংস্থার কর্মীরা। তারাই এবার বিক্ষোভের ডাক দিয়েছেন রোনাল্ডোর জুভেন্টাসে পা রাখার আগে। কিন্তু রোনালদোর সঙ্গে ফিয়াট সংস্থার কর্মীদের সম্পর্ক কি? বলা হচ্ছে, রোনাল্ডোকে আনতে জুভেন্তাস খরচ করছে ১০০ মিলিয়ন ইউরো। বার্ষিক চুক্তিতে ৩০ মিলিয়ন পাবেন রোনাল্ডো। করের হিসেব করলে রোনাল্ডোর ক্ষেত্রে জুভেন্টাসের আর্থিক খরচ হবে ৩৪০ মিলিয়ন ইউরো। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, এই অর্থের অর্ধেক অর্থই বহন করবে ফিয়াট।

এখানেই আপত্তি ফিয়াট সংস্থার কর্মরত শ্রমিকদের। আসলে জুভেন্টাস ও ফিয়াটের মালিকানা স্বত্ত্বের বেশিরভাগটাই আগনেল্লি পরিবারের। রিয়াল থেকে জুভেন্টাসে রোনাল্ডোকে আনতে সক্রিয় ভূমিকা নিয়েছেন আন্দ্রেয়া আগনেল্লি। রোনাল্ডোকে আনতে বিশাল অঙ্কের অর্থ খরচ করলেও ফিয়াটে কর্মরত শ্রমিকদের মাইনে বাড়াননি গত দশ বছর ধরে। তাই ধর্মঘটের পথই বেছে নিচ্ছেন তাঁরা।

 

Related Posts

Leave a Reply