রোনাল্ডোর চলে যাওয়া আমাকে অবাক করেছে -মেসি
কলকাতা টাইমসঃ
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল জগতের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রসঙ্গে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন বিশ্ব ফুটবলে রোনাল্ডোর একমাত্র প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। রোনাল্ডোর রিয়েল ছাড়ায় বেশ বিস্মিতই হয়েছেন মেসি। তার মতে, সিআরসেভেন চলে যাওয়ার পর রিয়াল আর আগের মতো শক্তিশালী দল নেই।
স্পেনের একটি রেডিওয় সাক্ষাৎকার দেওয়ার সময় মেসি বলেন, ‘রিয়াল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো স্কোয়াড আছে। কিন্তু এটা পরিষ্কার যে রোনাল্ডোর অনুপস্থিতিতে তারা এখন আর ততটা ভালো দল নেই। এবং এখন জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট দোল হয়ে উঠবে।’
রোনাল্ডোর ক্লাব ছাড়ার প্রসঙ্গ উঠলে মেসি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। কল্পনা করতে পারিনি। অনেক ক্লাবই তাকে চেয়েছিল। কিন্তু এই চলে যাওয়া আমাকে অবাক করেছিল।’ উল্লেখ্য, ৩৩ বছর বয়সী রোনাল্ডো ১০০ মিলিয়ন ইউরোতে বিশ্বকাপের পর ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন। ৯ বছর স্পেনে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।