রিয়েল মাদ্রিদের কাছে রোনাল্ডো কেবল পণ্য !
কলকাতা টাইমসঃ
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে ফুটবলবিশ্বে। কিন্তু এরকমটা যে হতেই পারে, গত জানুয়ারি মাসেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সিআর সেভেন।
অনেকেই মনে করছেন, অনেক হিসেব কষেই রোনাল্ডোকে ছেড়ে দিচ্ছে রিয়েল মাদ্রিদ। বর্তমানে রোনালদোর বয়স ৩৩ বছর। আর খুব বেশিদিন ফুটবল খেলবেন না সিআর সেভেন। কয়েকদিন পরে তাকে অন্য ক্লাবে বিক্রি করে দিতেই হবে। ততদিনে যদি বয়সের কারণে রোনাল্ডো ফর্ম হারিয়ে ফেলেন, তাহলে তাকে বিক্রি করে খুব বেশি অর্থ পাওয়া যাবে না।
রিয়েল কর্মকর্তাদের এই অভিসন্ধির কথা সম্ভবত আগে থেকেই টের পেয়েছিলেন রোনাল্ডো। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে বলেও ছিলেন, ‘যদি অর্থের কারণে আমাকে বিক্রি করে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে আমাকে শুধু অর্থের মাপকাঠিতেই পরিমাপ করা হয়েছে। কখনও ভালবাসা হয়নি।’
যদিও সমর্থকদের একাংশের দাবি, বেশি বয়সেও রোনালদো যে মানের খেলা ক্লাবকে দিতে পারবে, সেটা বহু তরুণ ফুটবলারও দিতে পারবেন না। কারণ যদি শুধুই অর্থ হয়, তাহলে এই ‘অসম্মান’ বোধহয় রোনাল্ডোর মতো তারকার প্রাপ্য নয়।